মোহাম্মদ হাশেম ফাউন্ডেশনের ত্রিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অ্যাডভোকেট কাজী মানসুরুল হক খসরুকে সভাপতি ও সাংবাদিক মুস্তফা মনওয়ার সুজনকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যের নির্বাহী পর্ষদ অনুমোদন করেছে ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি।
নোয়াখালী জেলা শহর মাইজদীতে গত ২২ মার্চ ২০২১ অনুষ্ঠিত মোহাম্মদ হাশেম ফাউন্ডেশনের সাধারণ সভায় কার্যনির্বাহী পর্ষদ, পৃষ্ঠপোষক, উপদেষ্টা পর্ষদ গঠনসহ গঠনতন্ত্র অনুমোদন করা হয়।
ফাউন্ডেশনের আহ্বায়ক কাজী মানসুরুল হক খসরুর সভাপতিত্বে ও সদস্য সচিব মুস্তফা মনওয়ার সুজনের পরিচালনা এ সভা হয়েছে। সভায় ফাউন্ডেশনের উপস্থিত সদস্য এবং অনুপস্থিত অধিকাংশ সদস্যের সম্মতি প্রাপ্তি সাপেক্ষে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কার্যনির্বাহী পর্ষদ প্রকাশ করা হয়।
কার্যনির্বাহী পর্ষদের অন্য পদে কর্মকর্তারা হলেন- সভাপতি মন্ডলীর সদস্য সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোর ও চ্যানেল নোয়াভিশনের ব্যবস্থাপনা পরিচালক, সাজ্জাদ রাহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুল আউয়াল চঞ্চল, কোষাধ্যক্ষ নলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু সুলতান, সহ কোষাধ্যক্ষ উন্নয়নকর্মী রাবেয়া আক্তার আঁখি, সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত আলম কাব্য,প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সংগীত শিল্পী শাহনাজ হাশেম কাজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক ইত্তেফাক সহ সম্পাদক সানজিদা সুলতানা ও অনুষ্ঠান সংগঠক সংগীত শিল্পী রায়হান কায়সার শাওন।
নির্বাহী পরিচালকের ১১ পদে আছেন- বাঁধেরহাট এ এম কলেজের অধ্যাপক শিরিন আক্তার, সৈকত সরকারি কলেজের অধ্যাপক মামুনুর রশিদ, অ্যাডভোকেট আশরাফুল করিম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, দৈনিক ইত্তেফাকের বিজনেস এডিটর জামাল উদ্দিন, দৈনিক আমাদের অর্থনীতির বিশেষ প্রতিনিধি ফিরোজ আলম মিলন, যুক্তরাজ্যের সৌধের পরিচালক প্রকৌশলী টিএম আহমেদ কায়সার, লালপুর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইমাম হাসান মুক্তি, নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক কামাল উদ্দিন, কাদির হানিফ স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহানা আক্তার ও সাউথ এশিয়া ইনস্যুরেন্সের ব্যবস্থাপক আহসানুল কবির সিদ্দিক।
সভায় ৩৪ জনকে মোহাম্মদ হাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে অনুমোদন দেয়া হয়েছে। তারা হলেন- কবি দেলোয়ার হোসেন মিন্টু, কবি ও লেখক মাহমুদুল হক ফয়েজ, নাট্যজন মিরন মহিউদ্দীন, এনজিও কর্মকর্তা ফাতেমা খাতুন শিউলী, চরমটুয়া ডিগ্রি কলেজের অধ্যাপক আজিজুর রহমান, ব্যবসায়ী ফয়সাল আকবর কাজল, যুক্তরাজ্য প্রবাসী সারওয়ার ই আলম,যুক্তরাজ্য প্রবাসী এ আবু সাঈদ রিয়াজ, সুইজারল্যান্ড প্রবাসী এহতেশামুল হক, অস্ট্রেলিয়া প্রবাসী সাআদ ইবনে সামাদ, যুক্তরাষ্ট্র প্রবাসী গোলাম সারওয়ার যীশু, যুক্তরাষ্ট্র প্রবাসী এটিএম শামসুদ্দিন সেলিম, কানাডা প্রবাসী গুলজার হোসেন, যুক্তরাজ্য প্রবাসী শামসুদ্দিন লিটন, যুক্তরাজ্য প্রবাসী শামসুদ্দিন ফারুক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সুহেলী সায়লা স্বাতি, চ্যানেল নোয়াভিশনের চেয়ারম্যান রোজি রাহমান, সংগীত শিল্পী সায়রা হাশেম মুক্তি, চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোডন্টিক বিভাগের প্রধান ডা. আবু তাহের পাভেল, ব্যবসায়ী সাঈদ মাহমুদ মহসিন, ইয়ং ওয়ানের সিনিয়র এক্সিকিউটিভ সবুজ চন্দ্র দাস, লেখক শ্যামল কান্তি ধর, প্রকৌশলী অনুপম সিংহ,সাংবাদিক আকবর হোসেন সোহাগ, সাংবাদিক আবু নাছের মঞ্জু, সাংবাদিক জামাল হোসেন বিশাদ, প্রকৌশলী নিজাম উদ্দিন হৃদয়, সংগীত শিল্পী সামিরা হাশেম রানু, প্রকৌশলী নাজমুল করিম রুবেল, স্কুল শিক্ষক মিজানুর রহমান মিজান, সংগীত শিল্পী দিলরুবা কামাল, দুবাই প্রবাসী শামসুল আরেফিন মজনু ও মিউজিশিয়ান মেহেদী হাসান রকি ।
মোহাম্মদ হাশেম ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক করা হয়েছে পাঁচ জনকে। তারা হলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্লাহ খান সোহেল, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম ও নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।
উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. দিদারুল আলম, নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আল-হেলাল মোশাররফ হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ, নোয়াখালী সমিতি, ঢাকার সভাপতি, সাস্ট ক্লাব সভাপতি কামরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী তৌহিদ চৌধুরী, নোয়াখালী প্রেসক্লাব সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নোয়াখালীর সভাপতি, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিশু একাডেমি, নোয়াখালীর পরিচালক ও নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার। (সংবাদ বিজ্ঞপ্তি)
সম্পূর্ণ আর্টিকেলটি noakhali24 থেকে পড়ুন