
- This event has passed.
নোয়াখালীতে চলছে ‘হাশেম উৎসব-২০২৩’
January 10 @ 8:00 am - January 11 @ 5:00 pm

নোয়াখালীতে দুই দিনব্যাপী ‘হাশেম উৎসব’ শুরু হয়েছে। আঞ্চলিক গানের সম্রাটখ্যাত প্রয়াত গীতিকার, সুরকার ও গায়ক অধ্যাপক মোহাম্মদ হাশেমের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।